চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, আগামী ৫ অক্টোবরের রোডমার্চ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিজয়ের পথে এগিয়ে চলা। এই রোডমার্চ এক দফা বাস্তবায়নের রোডমার্চ। ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা জনগণের অধিকার আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনব।
আমাদের দাবি একটাই—এই অবৈধ সরকারের পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে। আমরা সেই লক্ষ্য অর্জন না করে, এই সরকারের পদত্যাগ নিশ্চিত না করে, গণতন্ত্রকে ফিরিয়ে না এনে, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে না এনে, আমরা আর ঘরে ফিরে যাব না।
আমরা ইতোমধ্যে অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা হচ্ছে, অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, জেলে যাচ্ছেন, নিহত হচ্ছেন। দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করবো। চলচাতুরী করে সরকার আগামী নির্বাচনকে উতরিয়ে নিয়ে যেতে পারবে না। জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগ না করলে মুক্তিকামী জনতা এই ফ্যাসিবাদ সরকারকে রাজপথেই রুখে দেবে।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিহিংসাপরায়ন হয়ে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসায় বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অন্যদিকে প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসা নিয়ে নির্লজ্জভাবে তামাশা করছে। চিকিৎসাসেবা একজন নাগরিকের মৌলিক অধিকার এতে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। বিদেশে নিতে না দেওয়া এবং আবেদন করতে বলে নাটক করা সব কিছুই তাঁর চিকিৎসা নিয়ে তামাশা করা। কিন্তু এসব করে তাদের শেষ রক্ষা হবে না।

 

বিএনপি নেতা আবু সুফিয়ান ৩ অক্টোবর (মঙ্গলবার) আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষে চান্দগাঁও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, সদস্য মাহবুবুল আলম, আনোয়ার হোসেন লিপু।
চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো. বকতেয়ার, আব্দুল আজিজ, নকীব উদ্দিন ভূইয়া,আবু মুসা, মুহাম্মদ হাসান লিটন, মো. এসকান্দর, দিদারুল আলম চৌধুরী, হাজী ইলিয়াছ শেকু, হাজী আবুল বাশার, এড. সেলিম উদ্দিন, কামরুল ইসলাম, মো. ইউনুস, সালামত আলী, মোশাররফ হোসাইন, আরিফুল ইসলাম. নুরুল আমিন, মো. আলমগীর, মো. মিয়া, জসিম উদ্দিন, এস এম মনসুর, দানু সও:,দিদারুল আলম,আকতার হোসেন, আবু বক্কর বাবু, মো. ইসকান্দর,সাজিদ হাসান রনি,মো.শহীদুজ্জামান,নাছির উদ্দিন,আরিফ মহিউদ্দিন, নুরনবী, নওশাদ আল জাসেদুর রহমান, আলমগীর টিটু, আজমান,মো.এরশাদ,জয়নাল আবেদীন, সিরাজুল ইসলাম ইকবাল, মো.ফারুক, মো. হাকিম, মো. আমজাদ, আবছার, আব্দুর রহমান আলফাজ, জহুরুল ইসলাম জহির, আনোয়ার হোসেন বাদশা, কামাল হোসেন খোকন, মো. জালাল, মো. মাসুদ, কাউছার আলম, আব্দুল আজিজ, নাজিম উদ্দিন, রায়হান সিদ্দিকী, পারভেজ করিম, মো. পারভেজ, মো. রুবেল, সাঈদ ইসলাম বাপ্পী, সাফায়েত হোসেন সোহান, নজরুল প্রমুখ।

আরও খবর