৩১ আগস্ট শিল্পকলায় কাব্য নাটক ‘অমবস্যা’ ও কাব্যপালা ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’
আগামী ৩১ আগষ্ট সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মিলনায়তনে নরেন আবৃত্তি একাডেমির আয়োজনে কাব্যনাটক ‘অমবস্যা’ ও কাব্যপালা ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’ পরিবেশিত হবে।
অমবস্যা রচনা ও নির্দেশনায় প্রয়াত নাট্যজন শোভনময় ভট্টচার্য্য। কাব্যপালা ‘কাঁদে বাংলা কাঁদে মাটি’ রচনায় মোকাদ্দেম মোরশেদ ও নির্দেশনায় মিশফাক রাসেল।
একই সঙ্গে একক আবৃত্তি পরিবেশন করবেন ধীমান দাশ, সজীব দত্ত, রানা রক্ষিত, ছয়টি পাখির গল্প শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন নরেন আবৃত্তি একাডেমির শিশু শিল্পীরা।
কাব্যনাটক অমবস্যা ও কাব্যপালা কাঁদে বাংলা কাঁদে মাটিতে অভিনয় করবেন সৈয়দ হোসেন বাবু, হ্যাপী চৌধুরী, প্রসেন্জিত বড়ুয়া, মোহাম্মদ খলিল, অজয় চক্রবর্তী, প্রবাল চৌধুরী, ইশফাক শুভ নাদিরা ফেরদৌস, জয়া প্রযুক্তা, আনিকা ফেরদৌস, প্রিয়ন্তি দাশ, জারিন বিনতে জসীম, পার্থ সেন, দীপ্ত সেন, সুহাইলা আফরোজ, অহনা, উদাইশা, ওমর ফারুক, অরিত্রি দাশ, ওয়াসেফা, রুপকথা ও আলিনা।
কেরিওগ্রাফি হ্যাপী চৌধুরী, আলোক পরিকল্পনায় আজমল নবীন, আবহ সংগীত পরিকল্পনায় দিদারুল আলম, সার্বিক ব্যবস্থাপনায় আলাউদ্দিন ফরহাদ, সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন মারওয়া আনজুমানে জান্নাত।