‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন পুরান ঢাকার ইসলামপুর রোডে
সেবা নিতে সেলুনে আসা গ্রাহকদের জন্য বই পড়ার সুযোগ সৃষ্টি করতে পুরান ঢাকার ইসলামপুর রোডে ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে সৈয়দ আওলাদ হোসেন লেইনস্থ নিউ ঢাকা সেলুনে এর উদ্বোধন করেন ভোরের আলো পাঠক ফোরাম ঢাকা পরিবারের সভাপতি সফিকুল ইসলাম। এ সময় সেলুনের স্বত্বাধীকারী বাবুল চন্দ্র শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর বিপুল কুমার শীল, লেখক আহমেদ জাকির, নাট্যকর্মী শাহীন বাদশা, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে সফিকুল ইসলাম বলেন, ‘এ যুগে বই পড়ার সময় কম। এ অবস্থায় গোলাম মাওলা জসিমের ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ এর মত উদ্যোগ প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে অনেক মানুষই বই পড়ায় আগ্রহী হবে। এ উদ্যোগ যেন দীর্ঘস্থায়ী হয়।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’