চট্টগ্রামে নেতাকর্মীদের মামলা পরিচালনার জন্য মহানগর বিএনপি লিগ্যাল এইড গঠন করেছে। চট্টগ্রামের প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়াকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরীকে যুগ্ন আহবায়ক এবং এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদকে সদস সচিব করে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) নগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। লিগ্যাল এইডের নেতৃবৃন্দকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতেও বলা হয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের গায়েবী মামলা পরিচালনার সুবিধার্থে এই লিগ্যাল এইড। লিগ্যাল এইডের আহ্বায়কের দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া নগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটিতেও দলীয় দায়িত্ব পালন করছেন।

আরও খবর