চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন মীরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ বর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বিবদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জয়নাল।

গত রোববার (৩০ ডিসেম্বর) চবির চাকসুতে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ডক্টর হেলাল নিজামী এ কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে সংগঠনটির শিক্ষক উপদেষ্টা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিন নিপু, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কামরুল হোসেন, উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার হোসেন রুবেলসহ সংগঠনের সাবেক বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সদ্য নির্বাচিত সভাপতি মো. আতিক ও মো. জয়নাল বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত মীরসরাইয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নে আমরা নিরলস কাজ করে যাবো। সেই সাথে নিজেদের মধ্যে থেকে নেতৃত্বের বিকাশে কাজ করে যাবো।

তারা বলেন, নিজেদের মধ্যে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মীরসরাইয়ের শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাবে।

এ সময় আগামীর পথচলার জন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন তারা।

আরও খবর