মিরসরাই কলেজে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের মেলা শেষ হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসের মাঠে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় মোট ১৪টি স্টলের মধ্যে কয়েকটি স্টলে বই, গাছ প্রভৃতির পাশাপাশি অনেক স্টলে ছিল হরেক রকমের পিঠা-পুলি। মেলাকে ঘিরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ছিল। দিনভর শিক্ষার্থীরা মেলা মঞ্চে নাচ-গানে মেতে উঠে। শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে পরিবার নিয়ে কলেজ মাঠে ঘুরে বেড়ান।

মেলায় কলেজ ছাত্রদলের স্টলে বিনামূল্যে গাছের চারা বিতরণ করতে দেখা যায়। ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন বই বিক্রি করতে দেখা গেছে।

ছাত্রদলের বিনামূল্যে গাছ বিতরণের বিষয়ে মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আধুনিক বাংলাদেশ গড়ার বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই। এটি একটি মহৎ কাজ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারুণ্যের এই মেলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করছে।’

মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম জানান, জুলাই-আগস্ট স্মৃতির প্রতি সম্মান রেখে এ তারুণ্যের মেলা। শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। তারুণ্যের মেলা শিক্ষার একটি অঙ্গ। শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি আরো মনোযোগী করবে এই তারুণ্যের মেলা।

আরও খবর