সোমবার (৯ অক্টোবর) মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাউথ এশিয়া দেখভালকারী মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী সচিব কার্ল এফ. ইনডারফুর্থ এবং মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র প্রাক্তন উপ-প্রশাসক বনি গ্লিক যৌথভাবে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ওই দলের বাকিরা হলেন- মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভ মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন সহযোগী কাউন্সেলর জামিল জাফর, এনডিআই’র এশিয়া-প্যাসিফিক অঞ্চল দেখভালের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ এবং আইআরআই’র সিনিয়র ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক অঞ্চল) জোহানা কাও।

এর আগে, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য।

তাদের সঙ্গে সোমবার ১১টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে প্রতিনিধিদলটি।

 

আরও খবর