চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৫ অক্টোবর চট্টগ্রামের অভিমুখে রোডমার্চে এই অবৈধ সরকারের পতনের ঘন্টা বেজে উঠবে। এ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতি ও দুঃশাসনের মধ্যে দিয়ে দেশ শাসন করেছে। সরকারের লুটপাটের কারণে, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবৈধ সরকার দেশকে একটি তলা বিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। দেশের সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় ভাবে জীবন যাপন করছে। এ সরকারের অধীনে কেউ ভালো নেই। এই সরকারের দুর্নীতি ও দুঃশাসনের খেসারত সাধারণ জনগণকে দিতে হচ্ছে। নিরুপায় সাধারণ মানুষ এই সরকারের অবিলম্বে পদত্যাগ চায়।তাই উত্তরবঙ্গে যে সকল রোডমার্চ হয়েছে সেইগুলোতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থন দিয়েছে এবং সাধারণ জনগণেই এই সরকারের পদত্যাগে রাস্তায় নেমে এসেছে । আগামী ৫ অক্টোবর পরিবর্তনের জন্য রোডমার্চ সফল করতে তিনি বাকলিয়ার নেতাকর্মী মিছিল সহকারে যোগদান করার আহ্বান জানান।

ডা. শাহাদাত ৩ অক্টোবর (মঙ্গবার) বিকেলে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষে আব্দুল লতিফ হাট হাজী মইদ্দিনের বাসভবনে বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে এবং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে রাজপথেই যেকোন ত্যাগ স্বীকারে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত আছে। তাই জাতির এই ক্রান্তিলগ্নে, জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই রোডমার্চ এর গুরুত্ব অপরীহার্য। চট্টগ্রামের মানুষ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্নভাবে এই রোডমার্চ সফল করবে।

বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম.আই. চৌধুরী মামুনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মোঃ সিরাজুল্লাহ, আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী নবাব খান, ইয়াসিন চৌধুরী আসু, আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, হাসান সওদাগর, ইউনুচ চৌধুরী হাকিম, হাজী আব্দুস সবুর, ওয়ার্ড় বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, মোহাম্মদ সেকান্দার, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, হাজী ইমরান উদ্দিন, এসএম সেলিম, থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্য সচিব মোহাম্মদ মুসা, শ্রমিক দল গুলজার হোসেন লেদু, মোহাম্মদ নূরনবী,স্বেচ্ছাসেবক দল মোঃ দুলাল, মোহাম্মদ শামীম, কৃষক দল নাজমুল হক নাজুক, নুরুদ্দিন,মোহাম্মদ আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভা শেষে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোড মার্চ সফল করার লক্ষ্যে
কালামিয়া বাজার ও আব্দুল লতিফ হাট এলাকায় প্রচারপত্র বিতরন করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক,ডা. শাহাদাত হোসেন ।

পাঁচলাইশ থানা বিএনপি
এর আগে পাঁচলাইশ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিন আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান,পাঁচলাইশ থানা বিএনপি সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন এ সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক ইস্কান্দার মির্জা, সদস্য আশরাফ চৌধুরী, মনজুরুল আলম মঞ্জ, আর ইউ চৌধুরী শাহীন, কামরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী শামসুল আলম,মোঃ আসলাম, এডভোকেট এফ,এ,সেলিম, হাসান ওসমান, মোহাম্মদ সিরাজ, কামরুল ইসলাম, মোঃ মুসা, সাইদুর রহমান বেলাল, জাকির হোসেন, মোহাম্মদ লেদু মেম্বার, মোহাম্মদ আলী,তারেক রশিদ,মোহাম্মদ দিদার,মোঃ শফিক প্রমূখ নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভার শেষে মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকায় পচার পত্র বিলি করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।

সদরঘাট থানা চালক দল
সদরঘাট থানার চালক দলের উদ্যোগে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিলি করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

আরও খবর