চট্টগ্রামে হেলথ এন্ড মেডিকেল এক্সপো’র উদ্বোধন
সুস্বাস্থ্যের জন্য চাই সচেতনতা’ এই স্লোগানে চট্টগ্রামে উদ্বোধন হলো মাস্কস ম্যানেজমেন্টের আয়োজনে তিনদিন ব্যাপী ২য় আন্তর্জাতিক হেলথ এন্ড মেডিকেল এক্সপো- ২০২৩’। চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বেলা ১১ টায় জিইসি কনভেনশন সেন্টারে এ হেলথ এন্ড মেডিকেল এক্সপো উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আজম নাছির উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে আজম নাছির উদ্দীন বলেন, বিশ্বে চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির প্রসার ঘটেছে, বাংলাদেশও পিছিয়ে নেই। আমরা ভালো চিকিৎসা সেবার জন্য সবসময়ই বিদেশমুখী, এই ধারণার পরিবর্তন ঘটাতে হবে আমাদের। সুযোগ এসেছে দেশের বাইরে থেকেও বাংলাদেশে এসে কম খরচে চিকিৎসা সেবা নেওয়ার। এই পরিবর্তন বন্দর নগরী চট্টগ্রামে আমাদের থেকেই শুরু হবে ।
তিনি আরও বলেন, আমাদের চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় অনেক হাসপাতাল গড়ে উঠেছে। শুধু হাসপাতাল হলে হবে না, সেগুলোর ধারণক্ষমতা বৃদ্ধি করতে হবে। হাসপাতালগুলো মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে আমাদের । এ ধরনের স্বাস্থ্যসেবার এক্সপো’র অনেক প্রয়োজনীয়তা আছে। এক ছাতার নিচে সবাই এসে জড়ো হলে আমাদের অগ্রগতি ও সামনের পরিকল্পনা গঠনে আমরা সহায়ক ভুমিকা পালন করবে।
শহিদুল ইসলাম হিরুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রাম’র প্রতিষ্ঠাতা মাসুদ বকু্ল ও বিশিষ্ট ব্যাংকার সাউথইস্ট ব্যাংক বাংলাদেশ লিমিটেড রিজিওনাল হেড রাশেদুল আমিন রাশেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এক্সপো’র সম্মন্বয়ক আবুল মনসুর।
বিশেষ অতিথি বক্তব্যের মাসুদ বকুল বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো চিকিৎসা। সহজলভ্য চিকিৎসা সেবার পাশাপাশি আধুনিক চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে এ ধরনের মেডিকেল এক্সপো আরো হওয়া দরকার।
পুরো আয়োজনে দেশী-বিদেশী প্রায় ৩৫টিরও অধিক প্রতিষ্ঠানের ১০০টি স্টল-প্যাভেলিয়ন থাকবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে যৌথ ট্রেনিং প্রোগ্রাম, রিসোর্স শেয়ারিং প্রোগ্রাম, নব্য চিকিৎসা-সেবার পরিচিতি, বিনামূল্যে স্বাস্থ্য সেবা পরামর্শ, দিনব্যাপী সেমিনার, সচেতনতামূলক কর্মসূচি, মেডিকেল কুইজ প্রতিযোগিতা, দেশ-বিদেশের প্রখ্যাত বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বাস্থ্যবিষয়ক টকশোর পাশাপাশি চিকিৎসা সেবার বিভিন্ন তথ্যের সমাহার থাকছে এই হেলথ এক্সপোতে।