এবি পার্টিতে যোগ দিলেন ইয়ং সোসাইটি ফোরামের সভাপতি ওমর ফারুক
আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দিলেন ইয়ং সোসাইটি ফোরাম, চট্টগ্রামের সভাপতি রোটারিয়ান ও যুবনেতা ওমর ফারুক। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এবি পার্টির সদস্য ফরম পূরণ করে চট্টগ্রাম মহানগর এবি পার্টির সভাপতি এডভোকেট গোলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান এবং সদস্য সচিব সৈয়দ আবুল কাশেম এর হাতে ফুল দিয়ে এবি পার্টিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে তারুণ্যের ভূমিকা ছিল নতুন রাজনীতি ও সংস্কারের মাধ্যমে তারুণ্যরাই বাংলাদেশকে এগিয়ে নিবে।
এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান বলেন, তারুণ্য ও যুবকদের পার্টি হচ্ছে আমার বাংলাদেশ পার্টি। অতীতের মাফিয়া রাজনীতি অবসান করে তরুণদের হাত ধরেই বাংলাদেশে নতুন প্রজন্মের রাজনীতির উত্থান ঘটবে। যে রাজনীতির লক্ষ হচ্ছে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রুপান্তরিত করা। তিনি আরো বলেন, এবি পার্টি সাম্য ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশকে গড়ে তুলতে চায়। এইজন্য তিনি যুবকদেরকে ভূমিকা রাখার আহ্বান জানান।
রোটারিয়ান এবং যুবনেতা ওমর ফারুক বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্য আমি এবি পার্টিতে যোগদান করেছি, আমার এবি পার্টিতে আজ থেকে পথ চলা শুরু হলো। তিনি পার্টির নেতৃবৃন্দ উদ্দেশ্যে বলেন, আপনাদের সুযোগ্য নেতৃত্বে অসংখ্য যুবক এবি পার্টিতে কাজ করতে চায়। তিনি এইজন্য সকলের সুচিন্তিত মতামত এবং দোয়া কামনা করেন।
উক্ত যোগদান প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন এবি পার্টি চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।