বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। তাদের নাগরিকদের গণজমায়েত ও বিক্ষোভের এলাকা পরিহার, অবস্থান করা এলাকাসহ আশপাশের এলাকা নিয়ে সতর্ক থাকা, স্থানীয় সংবাদগুলো পর্যবেক্ষণ করা এবং সবসময় মোবাইল ফোনে চার্জ রাখতে বলা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিকেলে দূতাবাসের ওয়েবসাইটে ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে এক নির্দেশনায় এই পরামর্শ দেয়া হয়।
একই সঙ্গে নাগরিকদের গণজমায়েত ও বিক্ষোভের এলাকা পরিহার, অবস্থান করা এলাকাসহ আশপাশের এলাকা নিয়ে সতর্ক থাকা, স্থানীয় সংবাদগুলো পর্যবেক্ষণ করা এবং সবসময় মোবাইল ফোনে চার্জ রাখতে বলা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের জরুরি কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দেয়া হয়েছে টেলিফোন নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা। হালনাগাদ করা ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জারি করা সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণ নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সংখ্যা বাড়তে পারে।

দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো যে কোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে বলে নাগরিকদের মনে রাখা উচিত। এগুলো মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে।

আরও খবর