চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হিসেবে হাসিব আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে পিবিআইয়ের আহসান হাবিব পলাশকে পদায়ন করেছে সরকার।
চট্টগ্রাম রেঞ্জের নবপদায়নকৃত ডিআইজ পিবিআইতে কর্মরত ছিলেন। হাসিব আজিজ অপরাধ তদন্ত বিভাগ ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি স্বৈরাচার হাসিনার পতনের পর তাদের ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

হাসিব আজিজ শরীয়তপুর জেলার সফিপুর থানায় ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৫তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। হাসিব আজিজ ২০০২ সালে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। হাসিব আজিজ বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এম আজিজুল হকের সন্তান।

এর আগে গত ২৩ জুন সিএমপির ৩২তম কমিশনার হিসেবে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে পদায়ন করা হয়েছিল। সাইফুল ইসলামকে সম্প্রতি সিএমপি থেকে প্রত্যাহার করা হয়েছে। সাইফুল চাকরি জীবনে শৃঙ্খলা বিরোধী কাজে জড়িয়ে বিএনপি-জামায়াতের আমলে বহিস্কৃত ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে আবার পুলিশে ফিরিয়ে নেয়া হয়েছিল।

অপর এক আদেশে ঢাকা, চট্টগ্রামসহ সাত বিভাগে সাত জন উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজশাহী রেঞ্জে ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া এসবির পুলিশ সুপার (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জে এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও খবর