মেয়াদোত্তীর্ণ কেক ও মিষ্টি বিক্রি করায় ফুলকলিকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ কেক ও মিষ্টি, অননুমোদিত পানীয় বিক্রি এবং ইচ্ছেমতো মূল্য বসানোর অপরাধে চট্টগ্রামে ফুলকলিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) নগরের চান্দগাঁও থানার কামাল বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সাথে ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।
জানা যায়, অভিযানে কাপ্তাই রাস্তার মোড় এলাকার আলুর আড়ত ফেনী বাণিজ্যালয়কে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা এবং একই বাজারে আলুর আড়ত মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, আজকের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।