চট্টগ্রামে ১২ থানার ওসি প্রত্যাহার
চট্টগ্রাম জেলা পুলিশের ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একযোগে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার (এসপি) রায়হান উদ্দিন খানের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
এসপি হিসেবে রোববার চট্টগ্রাম জেলায় যোগ দেন রায়হান উদ্দিন। একদিনের মাথায় তিনি জেলার ১৬টি থানার মধ্যে ১২টির ওসিকে একযোগে প্রত্যাহার করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- ফটিকছড়ি থানার মীর মো. নুরুল হুদা, হাটহাজারী মডেল থানার মো. মনিরুজ্জামান, রাউজান থানার জাহিদ হোসেন, আনোয়ারা থানার মোল্লা জাকির হোসেন, পটিয়া থানার জসীম উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান, ভূজপুর থানার মো. কামরুজ্জামান, বোয়ালখালী থানার মো. আছহাব উদ্দিন, বাঁশখালী থানার তোফায়েল আহমেদ, মিরসরাই থানার মোহাম্মদ সহিদুল ইসলাম ও সন্দ্বীপ থানার মো. কবির হোসেন।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, শিগগিরই ওইসব থানায় নতুন পরিদর্শকদের পদায়ন করা হবে।