কক্সবাজারে যৌথ অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় লেফটেন্যান্ট তানজীম সারোয়ার নির্জন নামের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আনুমানিক রাত ২.৩০টা দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের আক্রমনে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার গুরুতর আহত হন।

আহত নির্জনকে দ্রুত আর্মি মেডিকেল ক্যাম্পে এবং পরবর্তীতে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। এরপর রাত সাড়ে ৪টার দিকে রামু সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সিএমএইচে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় অন্য যারা যৌথ বাহিনীর সদস্য ছিলেন তাঁরা জানান, এ ঘটনায় দুজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও খবর